জিদ বা রাগ!!!! Faysal Azad Himel
জিদ বা রাগ!!!!
জিনগত কিছু বৈশিষ্ট্য থাকলেও কোন মানুষই রাগ বা জিদ নিয়ে জন্মায় না। তার পারিপার্শ্বিক ঘটনা, বিরুপ আচরণ, ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, যত্নের অভাব, কেয়ারের অভাব।। বিপদের সময়, দুর্দিনে মানুষের সাপোর্ট না পাওয়া, নিজের লড়াই গুলো নিজেকেই লড়া মানুষ গুলাই একসময় একগুয়ে, জিদি বা রাগি হয়ে যায়।।
কোন একটা জিনিস খারাপ সেইটা না বুঝে বাচ্চা করতে চাইলে, তাকে না বুঝিয়ে যদি ধমক দেন তাহলে তার মনে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।। এবং বুঝানোর চেয়ে যদি মাইর পিটে সমাধান চেষ্টা করেন তাহলে ঐ বাচ্চাকে ধিরে ধিরে শেষ করে দিচ্ছেন।।
যখন কোন বাচ্চা ভালো মন্দ বুঝতে শুরু করে এবং তার ভালো কাজে বাধা প্রদান করেন তাহলে বাচ্চাকে জিদের দিকে ঠেলে দিচ্ছেন।
পৃথিবীর সব মানুষ কে আল্লাহ সমান ভাবে সৃষ্টি করেন নি। যেখানে সৃষ্টিকর্তাই প্রত্যেকটা মানুষকে আলাদা করে বানিয়েছেন সেখানে অমুকের সাথে তমুকের তুলনা করার আপনি কে? এই তুলনা করতে করতে বাচ্চাটার কনফিডেন্সের দফারফা করে দিচ্ছেন।।
যখন কোন বাচ্চা পড়াশোনা ঠিক রেখে খেলাধুলা, কো কারিকুলাম এও সমান পারদর্শী। কিন্তু আপনি বাচ্চাকে সারাদিন পড়া পড়া করে মাথা খেয়ে দিচ্ছেন আর তার স্বাধীনতায় বাধা দিচ্ছেন।। এটা বাধা দেওয়া না, এটা তাকে ধ্বংস করে দেওয়া।।
গুড প্যারেন্টিং একটা বিশাল দ্বায়িত্ব, বিশাল বিশাল বিশাল।। জন্ম দিয়েই যদি ভালো মন্দের বিচার না করে বাবা-মা ফলাতে যান তাহলে আপনার সন্তানের কপালে দুর্গতি অপেক্ষা করছে।।
...Himel..
Comments
Post a Comment